Type Here to Get Search Results !

রাজধানীর বনানীতে বাস উল্টে ৪২ শ্রমিক আহত

রাজধানীর বনানী এলাকায় একটি বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতালে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে পরিস্থান পরিবহনের বাসটি ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে গেলে ৪২ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ওসি জানান, দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা সম্ভব হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান, তারা মাসিক ভাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করেন। আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla sodesh Feed https://ift.tt/6xeW701

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies