রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোরে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে, জেনেভা ক্যাম্পে দ্রুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হলেও তখন পরিস্থিতি শান্ত হয়ে যায়। পরে পুলিশ জানতে পারে, ঘটনায় একজন আহত হয়েছেন। তবে আহতের বিস্তারিত তথ্য কেউ জানাতে পারেননি। নিহতের বন্ধুদের তথ্য অনুযায়ী, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। রাতের সময় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তিনি দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটে এবং গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আমারবাঙলা/এফএইচ
from Amarbangla sodesh Feed https://ift.tt/gH1xsDa
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে তরুণ নিহত
October 23, 2025
0