আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে চারটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচার কাজ চলছে। সংস্কার কাজ পরিদর্শনকালে আসিফ নজরুল ছাড়াও আরও উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিমসহ অন্যান্য কর্মকর্তারা। আমারবাঙলা/জিজি
from Amarbangla sodesh Feed https://ift.tt/STUNGwY
দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে ট্রাইব্যুনালের সংখ্যা : আইন উপদেষ্টা
September 01, 2025
0