Type Here to Get Search Results !

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের সরকারি অর্থ আত্মসাৎ, নানা অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের আগে থেকে দুদক এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালানো শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল হাসানের নেতৃত্বে এ অভিযান চলছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের সরকারি অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালাচ্ছে দুদক। এদিকে বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং কর্মচারী নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরে অভিযান চালাচ্ছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার এবং ওটি খরচ বাবদ ভুয়া ব্যয় দেখিয়ে কয়েক কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের জন্য বরাদ্দের ওষুধ বিতরণে অনিয়ম, স্বাস্থ্যসেবা দেওয়ায় হয়রানিসহ নানা অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় চুয়াডাঙ্গা থেকে একটি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও দুদক সূত্র জানিয়েছে। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla sodesh Feed https://ift.tt/QT3YPNJ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies