রাজধানীতে চলা ব্যাটারিচালিত রিকশার পরিসংখ্যান চূড়ান্ত করে সেগুলোকে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানমালিক চালক ঐক্য পরিষদ। বুধবার (১০) সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপু কুমার ভৌমিক বলেন, ‘এই ব্যাটারিচালিত অটোরিকশার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে। এই পেশাকে সমাজসেবামূলক পেশা হিসেবে আখ্যায়িত করতে হবে। অটোরিকশায় ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার প্রয়োজন হয়। যেখানে চার্জ দেওয়া হবে, সেটার বিদ্যুতের বিল বাণিজ্যিক না করে শিল্প সংযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘অটোরিকশা চালকদের সঠিক পরিসংখ্যান তৈরি করে তাদেরকে চালকের লাইসেন্স দিতে হবে। এতে করে দুর্ঘটনা অনেক কমবে।’ সংবাদ সম্মেলন থেকে যানজট ও দুর্ঘটনা রোধে কিছু করণীয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার, সংগঠনের উপদেষ্টা হাজী মজিবর রহমান, হাজী জয়নাল আবেদনী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম প্রমুখ। আমারবাঙলা/এফএইচ
from Amarbangla sodesh Feed https://ift.tt/CHEsnvU
ব্যাটারিচালিত রিকশার পরিসংখ্যান চূড়ান্ত করে লাইসেন্স প্রদানের দাবি
September 10, 2025
0