ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। এজেন্সির আপনারা এদের নেবেন না। হাবের সঙ্গে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে তাকে হজে নেব না।’ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা’ উদ্বোধনকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে বিমানের সঙ্গে কথা বলা হবে।’ মন্ত্রণালয়ের কারও দুর্নীতির প্রমাণ পেলে কঠোর শাস্তি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হজ এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি হজ-ওমরাহ নিয়ে এক টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো।’ উপদেষ্টা আরও বলেন, ‘অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার কথা ভাবছে।’ ধর্ম উপদেষ্টা বলেন, এক এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। এসব কাম্য নয়। আমার বাঙলা/জিজি
from Amarbangla sodesh Feed https://ift.tt/r5j1i6g
গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা
August 14, 2025
0