Type Here to Get Search Results !

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এর আগে রবিবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মো. তৌহিদ হোসেন ও মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠক এবং সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসহাক দার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ সময় বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। ১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন, ইসলাম আমাদের শেখায়—ভাইয়ের সঙ্গে মন পরিষ্কার করতে হয়। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla sodesh Feed https://ift.tt/eiX5JbS

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies