Type Here to Get Search Results !

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হবে যেন রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হয়। ড. ইউনূস বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও জানান, এবার প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পদক্ষেপও নেওয়া হবে। ভাষণের শুরুতে তিনি জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন। স্মরণ করেন সেই আন্দোলনে শহীদ ও আহতদের। বলেন, এক বছর আগে এই দিনে গণআন্দোলনের মাধ্যমে দেশের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। তরুণ সমাজের কোটা সংস্কার আন্দোলন থেকেই আন্দোলনের সূচনা, যা পরে দেশব্যাপী প্রতিবাদে রূপ নেয়। তিনি বলেন, গত এক বছরে দেশ শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগতি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার সফল সমাপ্তি অর্থনীতির জন্য বড় মাইলফলক। ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে, যা দেশের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে। তিনি সবার উদ্দেশে আহ্বান জানান, যাতে এই নির্বাচন দেশের ইতিহাসে একটি স্মরণীয়, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla sodesh Feed https://ift.tt/yurp79C

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies