Type Here to Get Search Results !

ফারুকীর চিকিৎসা নিয়ে তিনটায় হাসপাতালে বোর্ড মিটিং, ফেসবুকে তিশা

কক্সবাজারে গিয়ে শনিবার (১৬ আগস্ট) অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ১০টার পর মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফারুকীর শারীরিক অবস্থা জানিয়েছেন তাঁর স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’ রবিবার দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান হোয়াটসঅ্যাপে একই বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে। এর আগে শনিবার রাতে দেওয়া আরেকটি পোস্টে তিশা জানিয়েছিলেন, ঢাকার একটি হাসপাতালে ফারুকীর চিকিৎসা চলছে। তিশা লিখেছিলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ আমারবাঙলা/জিজি

from Amarbangla sodesh Feed https://ift.tt/vOKqyhI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies