ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতি ও বেআইনি রায় দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন। শুনানির সময় খায়রুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খালেক মিয়া খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়, প্রাথমিক তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালতের নির্ধারিত ৪ আগস্টের পরিবর্তে ৩০ জুলাই শুনানির তারিখ চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি আজিজুল হক দিদার ও মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। মামলাটির বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম। গত ২৭ আগস্ট তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিচারপতি খায়রুল হক ২০১১ সালের ১০ মে ঘোষিত সংক্ষিপ্ত রায় বদলে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর ‘জাল রায়’ প্রকাশ করেন, যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। মামলায় আরও বলা হয়, খায়রুল হক বিচারপতি থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রীর প্রভাবে ও পদলাভের আশায় বেআইনি ও দুর্নীতিপূর্ণভাবে ওই রায় প্রদান করেন। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। ২০০৪ সালে হাইকোর্ট তা বৈধ ঘোষণা করে। পরে আপিল বিভাগ ২০১১ সালে রায়ে এই ব্যবস্থাকে বাতিল করে। মামলায় অভিযোগ করা হয়, আপিল বিভাগের মৌখিক রায়ে দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ থাকলেও পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে তা আর রাখা হয়নি—এটাই রায় জালিয়াতির মূল অভিযোগ। উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিন রাতেই তাকে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। পরে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে একটির শুনানি আজ অনুষ্ঠিত হয়। আমারবাঙলা/এফএইচ
from Amarbangla sodesh Feed https://ift.tt/bReX1i8
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রিমান্ডে
July 30, 2025
0