Type Here to Get Search Results !

মধ্যপ্রাচ্য হয়ে ঢাকার রুটে বিমান চলাচল স্বাভাবিক

ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এসব দেশ হয়ে ঢাকায় আসা-যাওয়ার যেসব ফ্লাইট স্থগিত হয়েছিল তা চালু হয়েছে। তবে, কিছু ফ্লাইটের সময়সূচিরও পরিবর্তন এসেছে। মঙ্গলবার (২৪ জুন) পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৩ জুন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে ওই দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এতে আরো জানানো হয়, এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় বিমানের একটি ফ্লাইট ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করেছে। মাস্কাট থেকে জ্বালানি নিয়ে সেটি ঢাকায় ফিরবে। এ ছাড়াঢাকা থেকে দোহা হয়ে সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইট সরাসরি জেদ্দায় অবতরণ করবে। আমারবাঙলা/জিজি

from Amarbangla sodesh Feed https://ift.tt/F2aRwEg

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies