দীর্ঘ ছুটির পর ঢাকায় ফিরছেন মানুষ। আগামীকাল রবিবার থেকে অফিস-আদালত খুলছে। ছুটির শেষদিন শনিবার (১৪ জুন) সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া যাত্রাবাড়ী, গাবতলী ও মহাখালীতেও দেখা যায় মানুষের ভিড়। ভ্যাপসা গরম আর তীব্র পরিবহণ সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। অতিরিক্ত মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহণগুলো। অনেকে বাধ্য হয়ে হেঁটেই রওয়ানা হয়েছে গন্তব্যে। পরিবহণ সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের। শনিবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল। আমারবাঙলা/ইউকে
from Amarbangla sodesh Feed https://ift.tt/f4iv2MQ
ছুটি শেষে রাজধানীতে ফিরছেন ঘরমুখো মানুষ
June 14, 2025
0