Type Here to Get Search Results !

নাগরিকত্ব ত্যাগের কারণে শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার কারণে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন। আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নেয়ার হিসেবে আজিজ খানের (এক দশমিক এক বিলিয়ন ডলার) নাম ছিল। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন। ‘ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস লিস্ট ২০২৫’ প্রকাশ করেছে ফোর্বস। এ বছর বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নেয়ার রয়েছেন। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় প্রথম স্থান দখল করেছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)। উল্লেখ্য, ২০২৫ সালের এ তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ বছর তিনটি নতুন দেশ বিলিয়নেয়ার তালিকায় যুক্ত হয়েছে—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব। সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নেয়ার এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ; যার সম্পদ ১৬ দশমিক পাঁচ বিলিয়ন ডলার। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla sodesh Feed https://ift.tt/3jsHcEd

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies