গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে তাসলিমা নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ত্রিশ বছর বয়সী তাসলিমা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান। তিনি বলেন, আজ সকাল ৬টায় তাসলিমাও মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি সন্তানসম্ভবা ছিলেন। দুদিন আগের ওই দুর্ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল। এর আগে সীমা নামের ৩০ বছর বয়সী এক নারী মারা যান। তার শরীরে পোড়ার মাত্রা ছিল ৯০ শতাংশ। রবিবার গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাড়ির রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে পারভিন (৩৫), তার ছেলে আইয়ান (১ বছর ৬ মাস) এবং তানজিলা (১০) এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ডা. শাওন বলেন, পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং আইয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তিনি বলেন, তাদের পোড়ার মাত্রাও অনেক বেশি। তাদের অবস্থা ভালো না, আশঙ্কাজনক। পারভীনের স্বামী মাজহারুল ইসলাম জানান, ওই বাসায় তারা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে বাসায় যান। দগ্ধ অন্যরাও ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি বলেন, যতটুকু জানতে পারছি সিলিন্ডার থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। চুলা জ্বালাইতে গেলে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায়। আমারবাঙলা/এমআরইউ
from Amarbangla sodesh Feed https://ift.tt/onfJjaR
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা তাসলিমাও মারা গেছেন
April 28, 2025
0