এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে ঢাকায় আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। তাদের মধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পরদিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সময়ে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন। ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঢাকা সফরকালে বাংলাদেশের সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। তারা সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে, মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন মিয়ানমার ইস্যু তথা দেশটির বর্তমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন। আমারবাঙলা/এমআরইউ
from Amarbangla sodesh Feed https://ift.tt/FSCYxMA
ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূত
April 07, 2025
0