Type Here to Get Search Results !

পাঁচ জেলায় মৃদু তাপদাহ, বাড়তে পারে গরম

দেশের পাঁচটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার (১৬ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এদিন কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে অতি তীব্র তাপদাহ বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে, তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। রবিবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার ঢাকা ও আশপাশের এলাকাগুলোতো আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, সোমবার থেকে তাপদাহের বিস্তার কমে আসার সম্ভাবনা রয়েছে। পরদিন থেকে ২৫ তারিখ পর্যন্ত কোথাও তাপদাহ বয়ে যাওয়ার আভাস নেই। আগামী ২০ থেকে ২২ মার্চ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিও হতে পারে। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla sodesh Feed https://ift.tt/lxjJSqc

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies